চট্টগ্রাম আদালত পাড়া এলাকায় আইনজীবী মো. সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সনাতনী সম্প্রদায়ের ১৪৯ জন সদস্য। তারা এই হত্যাকাণ্ডের দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়, যা গতকাল গণমাধ্যমে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে সনাতনী আইনজীবীরা বলেন, “আমরা গত ২৬ নভেম্বর আমাদের সহকর্মী শহীদ অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করার বিষয়ে আমরা সর্বোচ্চ আন্তরিক এবং সহযোগিতা করে যাব।”
বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন সুভাষ চন্দ্র লালা, চন্দন দাশ, দিন মনি দে, অশোক কুমার দাশ, নিতাই প্রসাদ ঘোষ, লিটন কান্তি গুহ, প্রণব মজুমদার, রাজিত কুমার চৌধুরী, রানা ধর, লিটন বিশ্বাস, রাহুল দাশ, শুভ ঘোষ, স্বরূপ পাল, উৎপল দাশ, পিপলু কান্তি দাশ, পার্থ প্রতিম নন্দী প্রমুখ।
এ ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।