গণতন্ত্র ও ইনসাফের সংগ্রামে নিরলস প্রচেষ্টা এবং প্রত্যয়ে “স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (SAD)” আজ (২৪ ডিসেম্বর) ঢাকা জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। স্যাড-এর কেন্দ্রীয় আহ্বায়ক জমির উদ্দীন ও কেন্দ্রীয় সদস্য সচিব আবির বিন জাবেদ নবগঠিত এই কমিটির অনুমোদন প্রদান করেন।
নবগঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন:
আহ্বায়ক: এস এম মঈন উদ্দীন
যুগ্ম আহ্বায়ক: তামজিদ
সদস্য সচিব: খান আহাদ
যুগ্ম সদস্য সচিব: এবিএম মিরাজ
মুখপাত্র: নুসায়ের আহমেদ
স্যাড-এর কেন্দ্রীয় কমিটি নবগঠিত ঢাকা জেলা আহ্বায়ক কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ সদস্য তালিকা প্রস্তুত করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে।
ঢাকা জেলা কমিটির আহ্বায়ক এস এম মঈন উদ্দীন বলেন, “স্যাড গণতন্ত্র ও ইনসাফের এক অবিচল সংগঠন। আমাদের উদ্দেশ্য হলো ঢাকা জেলায় গণতন্ত্র ও ইনসাফের পক্ষে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলা এবং জুলাই আন্দোলনের চেতনা সমাজের প্রতিটি স্তরে প্রতিষ্ঠিত করা। আমরা সচেতন যে, গণতন্ত্র ও ইনসাফের পথে চলা কখনো সহজ নয়; এ পথ ত্যাগ ও তিতিক্ষার পথ।
আমার প্রতি যে আস্থা রেখে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এই দায়িত্ব প্রদান করেছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি অঙ্গীকার করছি, তাঁদের বিশ্বাসের মর্যাদা অটুট রাখতে আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে স্যাডের লক্ষ্যে কাজ করে যাব।”