ঢাকাবৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতের বাড়াবাড়ি থামাতে দেশে পাকিস্তান থেকে শর্ট রেইঞ্জ নিউক্লিয়ার মিসাইল বসানোর পরামর্শ দিলেন অধ্যাপক শহীদুজ্জামান

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ১২, ২০২৪ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে এক টকশো তে কথা বলেছেন অধ্যাপক শহীদুজ্জামান। ভারতের বাড়াবাড়ি থামানোর জন্য সামরিক জোটের পরামর্শ দিয়েছেন অধ্যাপক শহীদুজ্জামান।

তিনি বলেন, পাকিস্তান থেকে আমরা গোটা বিশেক শর্ট রেইঞ্জ আর নিউক্লিয়ার মিসাইল বসাতে পারি।

এসময় তিনি উল্লেখ করেন, ভারত যখন শুনেছে আমরা পাকিস্তানের সাথে আলোচনা করছি তখনই তারা নড়েচড়ে বসেছে।

তিনি বলেন, আমাদের কোস্টলাইন নিয়ন্ত্রণ করছে ভারত। আমরা চাইলেও আমাদের তারা বের হতে দিবে না। আমাদের দুইটা সাবমেরিন তারা কোস্ট এড়িয়া থেকে বেরই হতে দেয় না।

তিনি আরও বলেন, আমরা এখন আন্তর্জাতিক রাজনীতিতে নেমেছি। আমাদের সোয়াচ অব নো গ্রাউন্ডের মতো প্লেস আছে। আমরা এখানে চাইনিজ নেভীকে অপারেট করতে দিতে পারি। তারা এখানে তাদের সাবমেরিন রাখবে ছয় মাস বা এক বছর রেখে এক্সপেরিমেন্ট করবে। আমরা যদি পাকিস্তান আর চায়নার এই সুযোগ গুলো কাজে লাগাতে পারি তাহলে ভারতের আচরনই পরিবর্তন হয়ে যাবে।