ঢাকাবৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘‘ওরা আলু-পেঁয়াজ কীভাবে খায়, সেটা বাণিজ্য বন্ধ করে দেখিয়ে দেব’’, বাংলাদেশকে শুভেন্দু

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ৩, ২০২৪ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

সম্প্রতি ভারত-বাংলাদেশ সম্পর্কের যে টানাপোড়েন চলছে তাতে আরও ঘি ঢাললেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাংলাদেশে হিন্দু নিধন চলছে। একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় পণ্য রপ্তানি বন্ধ করে চাপে ফেলারন হুমকিও দিয়েছেন। 

গতকাল সোমবার (৩ ডিসেম্বর) বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতা এবং বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী।

বিজেপির নেতা বলেন, ১৯৭১ সালে ১৭ হাজার ভারতীয় জওয়ান আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ তৈরি করে দিয়ে গিয়েছেন। ভুলে যাবেন না। কেউ যদি অতীত ভুলে যান, তার ভবিষ্যৎ ভালো হয় না। ভালো হতে পারে না ভবিষ্যৎ।

জনসভায় তিনি বলেন, আমরা ঘোষণা করেছিলাম যে পেট্রাপোল সীমান্ত দিয়ে আজ সোমবার বাণিজ্য বন্ধ থাকবে। আজ সকাল ৬টা থেকে বাণিজ্য বন্ধ আছে। এটা ২৪ ঘণ্টা চলবে। এটা ট্রেলার দেখিয়ে গেলাম। অত্যাচার বন্ধ না হলে এর পরের সপ্তাহে আমরা পাঁচদিন বন্ধ করব। তারপর ২০২৫ সালে আমরা লাগাতার বন্ধ করে ওরা আলু, পেঁয়াজ কীভাবে খায়, সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ।