চট্টগ্রাম মহানগরে আজ উগ্র ইসকনপন্থী সন্ত্রাসীদের সাম্প্রতিক হামলা, হত্যা ও নৈরাজ্যের বিরুদ্ধে এক প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ষোলশহর থেকে বিপ্লব উদ্যান পর্যন্ত স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (SAD) – চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়। মিছিলে সর্বস্তরের শিক্ষার্থী, পেশাজীবী ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে ব্যাপক উত্তেজনা ও প্রতিবাদের সুর ধ্বনিত হয়।
সমাবেশে বক্তারা ইসকনপন্থীদের সাম্প্রতিক হামলাকে উগ্রবাদী সন্ত্রাস হিসেবে চিহ্নিত করেন এবং দ্রুত তাদের বিচার নিশ্চিত করার দাবি জানান। SAD – চট্টগ্রামের আহ্বায়ক সাইফুল ইসলাম সাজিদ বলেন, “ধর্মের নামে সন্ত্রাসী তৎপরতা কোনোভাবেই বরদাশত করা হবে না। এটি যে পরিচয়ের আড়ালেই ঘটুক না কেন, আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।” SAD -এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জামির উদ্দিন সামাজিক ঐক্যের মাধ্যমে উগ্রবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। কেন্দ্রীয় মুখপাত্র জগলুল আহমেদ বলেন, “ধর্ম, জাতি বা গোষ্ঠীর পরিচয়ের আড়ালে সন্ত্রাসের মতো কর্মকাণ্ড কখনোই মেনে নেওয়া যাবে না।”
মিছিলে অংশগ্রহণকারীরা “হিন্দু-মুসলিম জনতা, গড়ে তোলো একতা,” “জঙ্গিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না,” এবং “ফ্যাসিবাদের সঙ্গী, ইসকন তুই জঙ্গি” সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত হন। সমাবেশ শেষে বক্তারা সরকারের প্রতি ভবিষ্যতে এ ধরনের উগ্রবাদী কার্যক্রম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। জনগণও উগ্রপন্থার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার অঙ্গীকার করেন।