স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি (SAD), গভীর উদ্বেগ ও নিন্দা জানাচ্ছি যে, সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর আজ হিন্দুত্ববাদী মব আদালত প্রাঙ্গণে অপতৎপরতা চালিয়ে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করেছে। এমন আচরণ ন্যায়বিচারের মৌলিক নীতির প্রতি সরাসরি আঘাত এবং বিচার বিভাগের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে।
এছাড়াও রংপুর ও চট্টগ্রামে সহিংসতা এবং উগ্র হিন্দুত্ববাদী কার্যকলাপ দেশের মানবিক ও সাংবিধানিক অধিকারের জন্য হুমকিস্বরূপ। রংপুরে উগ্রবাদী মব সাংবাদিক ও আইনজীবীদের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে, যেখানে অনেকে হতাহত হয়েছেন। চট্টগ্রামে এ ঘটনার ধারাবাহিকতায় একজন আইনজীবীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং মসজিদে ভাঙচুর ও মুসল্লিদেরকে নির্মমভাবে জখম করা হয়েছে। এমন কর্মকাণ্ড বিচারব্যবস্থার কার্যক্রম এবং আইনের শাসনের প্রতি গভীর চ্যালেঞ্জ।
আমাদের দাবি:
১. ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা।
২. ন্যায়বিচার ও মানবাধিকারের সুরক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
৩. ভবিষ্যতে এ ধরনের উগ্রবাদী কার্যক্রম ও মব ট্রায়াল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
আমরা দলমত নির্বিশেষে সকল নাগরিককে আহ্বান জানাচ্ছি যে, দেশের মানবাধিকার এবং ন্যায়বিচার রক্ষায় ঐক্যবদ্ধ হোন। একত্রিত থেকে আমরা উগ্রবাদ ও অবিচারের বিরুদ্ধে লড়াই করতে পারি।