সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সম্মিলিত সনাতন জাগরণ জোট।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল শেষে চট্টগ্রাম নগরের চেরাগী মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছেন তারা। চেরাগী মোড়ে অবস্থান নিয়ে তারা স্লোগান দেন। এর আগে সম্মিলিত সনাতন জাগরণ জোট প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে সারাদেশে জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশের আহ্বান জানায়।
এদিকে, চেরাগী মোড় এলাকায় বিক্ষোভকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ সিভয়েস২৪’কে বলেন, ‘চেরাগীতে সনাতন ধর্মালম্বীরা জড়ো হয়ে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এর আগে, সোমবার (২৫ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আটক করা হয় সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে।