ঢাকাশুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী নেতাকর্মীদের ভয় দেখিয়ে দেশ ছাড়ার ফাঁদে ফেলে কম্বোডিয়ায় ‘আদম ব্যবসা’ পেতেছেন নুরুল আজিম রনি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ২১, ২০২৪ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের এক মূর্তিমান আতঙ্কের নাম ছিল নুরুল আজিম রনি। সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নগর সাধারণ সম্পাদকের পদ থেকে বাধ্য হয়ে একসময় পদত্যাগ করলেও অস্ত্রবাজি, চাঁদাবাজি, মারামারি, কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা—সবক্ষেত্রেই তিনি ছিলেন অদম্য। কিশোর গ্যাংয়ের কাছে ‘ছাত্রবন্ধু’ খেতাব পাওয়া রনি জনমুখে ‘টোকাই রনি’ নামেই পরিচিত। ‘টোকাই’ ভাড়া করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে প্রথম শিক্ষার্থীদের ওপর নারকীয় হামলা ও গুলি চালানোর ‘মাস্টারমাইন্ড’রনি। 

কখনো কিশোর গ্যাং পুষে, কখনো স্কুল-কলেজে শিক্ষকদের গায়ে হাত তুলে ‘হিরোইজম’ করে লাইমলাইটে আসা নুরুল আজিম রনি যুবলীগের পদ বাগানোর চেষ্টায় ছিলেন। তবে রনির হিংস্র ও কলংকিত কর্মকাণ্ডে বিব্রত আওয়ামী লীগ বরাবরই তাকে ‘দূরে’ রেখেছে।

গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন নুরুল আজিম রনি—এমন খবর ছড়ালেও তা ছিল ‘ভুয়া’। মূলত ৫ আগস্টের পর থেকেই দেশ ছেড়ে পালানোর পথ খুঁজতে থাকেন তিনি।

বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর ভারতে থাকা সাবেক এক মন্ত্রীর সাহায্যে দেশ ছাড়েন সন্ত্রাসী রনি। এরপর তিনি কলকাতায় গিয়ে ওঠেন। এর কিছুদিন পরই সেখান থেকে পাড়ি জমান দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোচীন উপদ্বীপের দক্ষিণাঞ্চলের দেশ কম্বোডিয়ায়। দেশে নিরীহ ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে সেখানে দিন কাটাচ্ছেন ব্যাপক আরাম-আয়েশে।

সূত্রটি জানিয়েছে, সেখানে বসে আওয়ামী নেতাকর্মীদের অযথা ভয়ভীতি দেখিয়ে দেশ ছাড়ার ফাঁদে ফেলে ‘আদম ব্যবসা’ পেতেছেন। ইতোমধ্যে কয়েকজনকে কম্বোডিয়ায় পারও করেছেন তিনি।