ঢাকাবৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৫ম সিইউএসডি আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান ফাইন্যান্স বিভাগ এবং রানার্সআপ ফিলোসোফি

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ১০, ২০২৪ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্য কন্ঠে প্রতিবাদ আজ মশালের মতো জ্বলে এই স্লোগানকে সামনে রেখে চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট পিএইচপি ফ্যামিলির সৌজন্যে ৫ম সিইউএসডি আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ আয়োজন করে। আজ ১০ই নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সিইউএসডির সহসভাপতি তাহমিনা আফরোজ এবং এসিস্ট্যান্ট মিডিয়া সেক্রেটারি তানভীন লিওনের যৌথ উপস্থাপনায় ৫ম সিইউএসডি আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আন্ত:বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি ড. শামীম উদ্দিন খান – উপ উপাচার্য (একাডেমিক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ – প্রক্টর, প্রফেসর ড. মোঃ কোরবান আলি – সহকারী প্রক্টর ( দর্শন বিভাগ),প্রফেসর ড. সজীব কুমার ঘোষ ( মার্কেটিং বিভাগ), প্রফেসর ড. নুসরাত জাহান কাজল ( দর্শন বিভাগ), মাহবুবুর রহমান – লেকচারার (লোকপ্রশাসন বিভাগ)।এছাড়াও উপস্থিত ছিলেন সিইউএসডির সাবেক সভাপতি নাফিউল ইসলাম, ফারহানা খান যুথীঁ,সাবেক সহসভাপতি মশিউর রহমান নাঈম, সাবেক অর্গানাইজিং সেক্রেটারি মাশুকুর রহমান আপন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুক্তবুদ্ধির চর্চা আমাদের স্বাধীন চিন্তা ও সৃষ্টির পথ খুলে দেয়, যেখানে প্রশ্ন করা হয়, আর জ্ঞান অর্জনই শীর্ষ লক্ষ্য। বাস্তব সমস্যার অনেক সমাধান ওঠে আসে। তিনি সকলের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এবং নিরাপদ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। বিশেষ অতিথি প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ – প্রক্টর,চবি বলেন – চিন্তার ভিন্নতা, চিন্তার প্রয়োগ এইসব বিষয়গুলো আমাদের জন্য নতুন সম্ভবনা তৈরি করে।

৫ম সিইউএসডি আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে ২৪ টি দল অংশগ্রহন করে। গত শুক্রবার দল গুলোর মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে ২ টি দল ফাইনালিস্ট নির্বাচিত হয়। আজকের ফাইনাল রাউন্ডের মাধ্যমে আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতায় টিম “ফিন থ্রি টু” চ্যাম্পিয়ান ও “ফিলোসোফার্স প্যারাডক্স” রানার্সআপ হয়। ফাইন্যান্স বিভাগের “টিম ফিন থ্রি “দলের প্রতিনিধিত্ব করেন – সীমান্ত মজুমদার উৎস তাজবীউল আহসান আবরার ফাইয়াজ এবং দর্শন বিভাগের “টিম ফিলোসোফার্স প্যারাডক্স” দলের প্রতিনিধিত্ব করেন – তাহমিনা আফরোজ আকলিমা খাতুন নুরুল আলম আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতা সফল করতে যেসকল স্পনসর আমাদেরকে সাহায্য করেছেন তারা হলেন প্লাটিনাম পার্টনার হিসেবে ছিলো ইউনিক স্কুল, গ্লোড পার্টনার হিসেবে ছিলো বায়েজিদ মডেল স্কুল, প্রিন্টিং পার্টনার হিসেবে ছিলো মাস্টারক্লাস ও জিয়া ফটোস্ট্যাট, গিফট পার্টনার ছিলো পুস্তক প্রকাশন,স্ন্যাকস পার্টনার ছিলো ফুড এন্ড রিসার্চ এবং মিসিয়া পার্টনার হিসেবে ছিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিত, ফাইনান্সিয়াল এক্সপ্রেস ও সিটিজি পোস্ট। সকলের সম্মিলিত অংশগ্রহণ এর মাধ্যমে এবং আয়োজক কমিটির অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সমাপ্ত হয় ৫ম সিইউএসডি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৪।