হঠাৎ ঝড়ো বাতাসে লন্ডভন্ড হয়ে গেছে খাগড়াছড়ি সদরসহ কয়েখটি উপজেলা। এ সময় বজ্রপাতসহ বৃষ্টি হয়েছে। এদিকে বজ্রপাতে দুজন প্রাণ হারিয়েছেন। আর আহত হয়েছেন অন্তত পাঁচজন।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে ঝড়ো বাতাসে বৈদ্যুতিক তার ছিঁড়ে পুরো শহর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া কয়েকটি উপজেলায়ও বিদ্যুৎ সংযোগ নেই। গাছপালা ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বজ্রপাত নিহত একজন ভোগীরণ ত্রিপুরা সদর উপজেলার আলুটিলার অচাই পাড়া এলাকায় বাসিন্দা। তবে আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, বিকেলে ঝড়ের আগে বিভিন্ন স্থানে বজ্রপাত হয়। এ সময় ভোগীরণ ত্রিপুরা গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান। এ ছাড়া মহালছড়ির সিঙিনালা এলাকায় বজ্রপাতে আরও একজনের মৃত্যু হয়।
খোঁজ নিয়ে জানা যায়, বাস টার্মিনালের মূল সড়কের ওপর গাছ ভেঙে পড়ায় প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। জেলা প্রশাসকের কার্যালয়ের গ্যারেজ শেডের ওপরে একটি গাছ পড়ে কয়েকটি গাড়ি চাপা পড়ে। এতে বাবুল ত্রিপুরা (২৭) নামে এক ব্যক্তি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এছাড়া ঝড়ে আরও চারজন আহত হয়েছেন। তাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাজেশ বড়ুয়া বলেন, ভেঙে পড়া গাছগুলো অপসারণের কাজ চলছে।