ঢাকাবুধবার, ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ির পানছড়িতে তিন ইউপিডিএফ কর্মীকে হত্যা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ৩০, ২০২৪ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়ির পানছড়িতে দূর্বত্তদের গুলিতে ইউপিডিএফ-প্রসীত গ্রুপের তিন কর্মী নিহত হয়েছে

বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে পানছড়ির লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা।

ইউপিডিএফর সংগঠক অংগ্য মারমা বলেন, নিহতরা ওই এলাকার স্থানীয়ভাবে সাংগঠনিক কাজ করতো। এসময় ১৩/১৪জনের একদল সন্ত্রাসী অতর্কিতভাবে তাদের ওপর হামলা করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তারা নিহত হন। এই ঘটনার জন্য তিনি নব্য মুখোশ বাহিনীকে দায়ী করেছেন।

এদিকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনটি এক বিবৃতিতে বৃহষ্পতিবার (৩০ অক্টোবর) খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। তবে এই ঘটনায় এখনো পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।