ঢাকামঙ্গলবার, ১০ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের পাহাড়তলীতে ২০০ অবৈধ দোকান গুড়িয়ে দিল চসিক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ২৬, ২০২৪ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

পাহাড়তলীর সাগরিকা রোডের বিটাক মোড়ে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা ২০০টি দোকান এবং বাজার উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এই অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পাহাড়তলীস্থ সাগরিকা রোডের বিটাক মোড়ের অবৈধ বাজারসহ রাস্তার উভয়পার্শ্বের ফুটপাত ও নালার উপর থেকে প্রায় ২শত অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

এ সময় ফুটপাতে নির্মাণ সামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ৩ ব্যক্তিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, পাহাড়তলী থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।