সম্মৃদ্ধ বাংলাদেশের অগ্রসরমান প্রজন্মের জ্ঞানভিত্তিক রাজনৈতিক প্ল্যাটফর্ম, আমাদের প্রথাগত রাজনীতির বাহিরে রাজনীতি চর্চার পরিশীলিত রূপ; ১/১১’র জরুরী অবস্থা চলাকালীন পটভূমিতে প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী রাজনীতির সৃজনশীল সংগঠন ‘তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশ-এর ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রামের ষোলশহরস্থ শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠাতা বার্ষিকীতে সভাপতিত্ব করেন তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক আলমগীর নূর। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন- প্রবিণ সাংবাদিক নেতা জাহিদুল করিম কচি, সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম রিপন, ৮০ দশকের সাবেক ছাত্রনেতা ফটিকছড়ি উপজেলা বিএনপি নেতা এ,কে,এম মহিউদ্দিন আজম তালুকদার, আতিকুর রহমান, ইকবাল হোসেন, মনিরুজ্জামান টিটু, মোঃ শফিকুর রহমান, আলাউদ্দিন, জান্নাতুন নঈম চৌধুরী রিকু, ফরিদা আক্তার চৌধুরী, পারবিন আক্তার চৌধুরী, কামরুন নেসা, হান্নান রহিম তালুকদার, মোঃ আবুদুল সাত্তার, স্বপন শিকদার, ইলিয়াস শিকদার, ডা. আবদুল্লাহ, মোহাম্মদ মুছা, ইন্জিনিয়ার মাজেদুল, আইন্জিনিয়ার লোকমান হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, সাইদ, মোঃ শিপন, মোঃ আজাদ, ডাঃ নূর হোসেন মানিক নুরুল করিম, মোহাম্মদ তুষার পারভেজ, রিয়াদ, প্রমুখ।