ভারতীয় আগ্রাসন বিরুধী আন্দোলনে প্রথম শহিদ আবরার ফাহাদকে স্মরণ করে আজ ৭ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মৌন মিছিল ও স্মরণ সভার আয়োজন করে চবি ছাত্রদল।
মিছিলের প্রথম সারিতে ছিলেন চবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন। এক ফেসবুক বার্তার মাধ্যমে তিনি জানান, “ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে বর্বর সন্ত্রাসী ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী দেশ প্রেমিক শহিদ আবরার ফাহাদের পঞ্চম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিরাপদ ও মুক্ত বুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মৌন মিছিল ও স্মরণ সভা।
শহীদ আবরার ফাহাদ জীবন দিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতিকে দেশপ্রেমের মন্ত্রে সংগঠিত করেছেন তারই ধারাবাহিকতায় পুরো জাতি জুলাই আগস্টের মহান গণঅভ্যুত্থান ঘটিয়ে দেশকে দালাল মুক্ত করেছে।শহীদ ওয়াশিম,শহীদ হৃদয় তরুয়া,শহীদ ফরহাদ, শহীদ মীর মুগ্ধ সহ যারা জীবন উৎসর্গ করেছেন তাদের ত্যাগ সমুজ্জ্বল থাকবে যদি আমরা সুষ্ঠু ধারার ছাত্ররাজনীতি বাস্তবায়ন করে জাতিকে নেতৃত্ব দিতে পারি। তবে আমাদের সৌচ্চার থাকতে হবে বৈষম্য বিলোপ করে প্রতিটি ক্যাম্পাস শিক্ষার্থীবান্ধ করে গড়ে তুলতে এবং সকল দল-মত, বাম ডান, প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত করতে। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজ করে যাবো।”