ঢাকাসোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নৌ-উপদেষ্টার চট্টগ্রামে ‘বাংলার সৌরভ’ জাহাজে অগ্নিকাণ্ড তদন্তের নির্দেশ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ৫, ২০২৪ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বন্দরে ‘বাংলার সৌরভ’ তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করার পাশাপাশি তদন্তের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। একইসঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তদন্ত কমিটি করতে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালককেও নির্দেশনা দিয়েছেন তিনি।

শনিবার (৫ অক্টোবর) এক শোকবার্তায় উপদেষ্টা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান। একই সঙ্গে শোকাহত পরিবারের সার্বিক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।

এরআগে, শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় মধ্যসাগরে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ‘বাংলার সৌরভ’ জাহাজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুরো প্রায় চার ঘণ্টা ধরে নৌ-বাহিনী, কোস্ট গার্ড ও বন্দর কর্তৃপক্ষের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় ৪৭ জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে নৌ বাহিনী ও কোস্ট গার্ডের উদ্ধারকারী দল। এছাড়া সমুদ্রে ঝাঁপ দিয়ে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।