ঢাকাসোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হল আসন বরাদ্দে পিছু ছাড়লো না কোটা, দেখা গেলো বৈষম্য

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ৫, ২০২৪ ১২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

৪ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ফেসবুক পেজ থেকে হলে আসন বরাদ্দের ফলাফল প্রকাশ করা হয়। এই ফলাফলে মেধায় ২৩৭৭ জন ও কোটায় সর্বমোট ৮৯৪ জন আসন পান।

গত ২৯ শে সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন হলে আসন বরাদ্দের জন্য আবেদনের সুযোগ পান শিক্ষার্থীরা। ৪ তারিখ সন্ধ্যায় আসন বরাদ্দের ফলাফল প্রকাশ করা হয়, যেখানে মেধার ভিত্তিতে আসন পান ২৩৭৭ জন ও বিভিন্ন কোটায় আসন পান ৮৯৪ জন। কোটায় আসন পাওয়া নিয়ে সাধারণ শিক্ষার্থীরা অসন্তুষ্টি প্রকাশ করেন। দীর্ঘ দুই মাস কোটা প্রথা বাতিল করার জন্য তারা আন্দোলন করেন এবং স্বৈরাচারী সরকারের পতন ঘটান।
তাদের বক্তব্য ২ মাস আন্দোলনে সহস্রাধিক শহীদের অবদান ভুলে গিয়ে প্রশাসন কেন কোটায় আসন বরাদ্দ দিবে?

উল্লেখ্য যে, উক্ত ৮৯৪ জনের মধ্যে মুক্তিযোদ্ধা ঘটায় আসন বরাদ্দ পান ৬৯৭ জন, আর্টিস্ট কোথায় আসন পান ২৮ জন ডিজেবল কোটে আসন পান ১২৬ জন ও খেলোয়াড় কোর্টে আসন পান ৪৩ জন। সাধারণ সাধারণ মেধায় আসন পাওয়ার পরও আমি কি রয়েছেন অপেক্ষমান তালিকায়। এছাড়াও এছাড়াও দূরত্ব ও আর্থিক অবস্থা বিবেচনা না করে শুধুমাত্র মেধার ভিত্তিতে আসন দেওয়ায় অনেক যোগ্য শিক্ষার্থীরাও আসন পাননি, এই বিষয়েও তারা প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।