সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির পুলিশ পরিদর্শক মো. খায়রুল ইসলাম ইমতিয়াজ সেলিমকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। ইমতিয়াজ সেলিমের পক্ষে তাঁর আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধীতা করে।
শুনানি শেষে আদালত ইমতিয়াজ সেলিমের তিনদিনের রিমান্ডের আদেশ দেন।
শুক্রবার ভোরে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। তাঁর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এ ছাড়া পল্লবী ও খিলগাঁও থানার দুটি মামলার এজাহারনামীয় আসামি তিনি। তাঁর বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন গত ৫ আগস্ট রাজধানীতে প্রকাশ্যে মিছিল করে ২০০৯ সালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর। তারা দাবি করছে, শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে সংগঠনটির কর্মীরা মাঠে ছিল। সম্প্রতি ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে সংগঠনটি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও তুলেছে।