ঢাকামঙ্গলবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে নতুন ব্রিজ এলাকায় দোকানে ট্রাক ঢুকে ভয়াবহ দুর্ঘটনা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের নতুন ব্রিজ এলাকায় ইটবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টা নাগাদ সেতুর উত্তর প্রান্তে গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হয়েছেন এক পথচারীসহ দুজন। আহতের সংখ্যা ১১।

নিহতদের মধ্যে একজন বিকাশ। তাঁর বয়স ২৪। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি সড়কের পার্শ্ববর্তী একটি দোকানে ঢুকে পড়ে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন  চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।

তিনি বলেন, ‘নতুন ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রাক দোকানে ঢুকে পড়ে। গাড়িটির নিয়ন্ত্রণ না থাকায় দোকানের আগে  মোটরসাইকেলসহ আরও কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।’

চমেক হাসপাতালের পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, ‘এ দুর্ঘটনায় আহত অবস্থায় ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে দুইজনকে গুরতর আহতাবস্থায় আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের নাম-পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।