ঢাকামঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ডাকাতের ছুরিকাঘাতে চকরিয়ায় সেনা কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের ছুরিকাঘাতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন নিহত হয়েছেন। ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সেনাবাহিনীর সারারাতের শ্বাসরুদ্ধকর অভিযানকালে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে তিনটায় ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত হন এই সেনাকর্মকর্তা।

 

প্রথমে তাকে রামু সেনানিবাস সিএমএইচে নিয়ে যাযওয়া হয়। পরে সিএমএইচ হাসপাতালে লেফটেন্যান্ট তানজিম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অভিযানে ডাকাত দলের জিয়াবুল ও বেলালসহ ৬ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্রও। এসব তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মো : মনজুর কাদের ভূঁইয়া।

 

তিনি জানান, মধ্যরাতে চকরিয়া থানার ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের বাসিন্দা রেজাউল করিমের বাড়িতে ১০/১২ জনের একটি ডাকাত দল ধারালো অস্ত্র ও বন্দুক নিয়ে আক্রমণ করেছে  বলে তথ্য আসে।

 

এসময় লেফটেন্যান্ট তানজিম এর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানীক দল ঘটনাস্থল ডুলাহাজারা পূর্ব মাইজপাড়া রেজাউল করিমের বাড়িতে গিয়ে ডাকাতদলকে আটকের চেষ্টা করে।

 

যৌথ বাহিনীর অভিযান টের পেয়ে ডাকাতদল পালানোর চেষ্টা করে। ঘটনাস্থল থেকে ৬ জন ডাকাতকে আটক করা হয়। এসময়  ১টি পিকআপ গাড়ি, ১ টি মোটরসাইকেল, ১ টি বন্দুক ও ছোরা উদ্ধার করা হয়েছে।

 

ঘটনার সময় ডাকাত দলের সদস্যরা কমান্ডার লেফটেন্যান্ট তানজিমের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এই সময় আহত অবস্থায় তাকে দ্রুত রামু সেনানিবাস সিএমএইচে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে রামু সেনানিবাস সি এম এইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

এদিকে, সকাল সাড়ে ১০ টার দিকে নিহত সেনা কর্মকর্তার মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে।