ঢাকামঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টার্ফ দখল নিয়ে চান্দগাঁওয়ে যুবদলকর্মী বাবু খুন

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের পাঠানিয়াগোদা এলাকায় টার্ফ নিয়ে সংঘর্ষে যুবদলকর্মী খুনের ঘটনায় মো. তারেক (২৪) নামে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) রবিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে চান্দগাঁও থানার বরিশালবাজার এলাকার রিয়াজ উদ্দিন সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে। এ নিয়ে ওই ঘটনায় দুজন গ্রেপ্তার হলো। 

গ্রেপ্তার তারেক একই থানা এলাকার মো. রফিকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ উল আলম।

তিনি বলেন, ‘চান্দগাঁও থানা এলাকার স্পোর্টস জোনে সংঘর্ষে জুবায়ের উদ্দিন বাবু হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. তারেককে রবিবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্তের ভিত্তিতে তাকে থানার বরিশালবাজার এলাকার রিয়াজউদ্দিন সড়ক থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।’

এর আগে, শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চান্দগাঁও থানার পুরাতন চান্দগাঁও পাঠানিয়াগোদা এলাকায় ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসের পাশে একটি টার্ফের আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপে সংঘাত হয়। এ সময় দুজন ছুরিকাঘাতে আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে জুবায়ের উদ্দীন বাবু নামে একজনের মৃত্যু হয়

স্থানীয় সূত্রে জানা গেছে, টার্ফের দখল নিয়ে নগর যুবদলের বিলুপ্ত কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন ও কৃষি বিষয়ক সম্পাদক মো. আমিনের অনুসারীরা ওইদিন সংঘর্ষে জড়ান।