দেশজুড়ে চলমান মব জাস্টিসের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।
সাম্প্রতিক কক্সবাজারে পোশাকের কারণে নারী হেনস্তা ও বিগত এক মাস জুড়ে মন্দির, মাজার ও অন্যান্য ধর্মীয় স্থাপনা ভাঙচুর সহ চলমান মব-জাস্টিসের বিরুদ্ধে, ১৪ই সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টায় চট্টগ্রামের ষোলশহর স্টেশনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সহ চট্টগ্রামের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেসমূহের শিক্ষার্থী ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন।
সমাবেশের মুখপাত্র নুজহাত তাবাসসুম বলেন, “সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার দ্বায় জনতার নয় বরং রাষ্ট্রের। একটি স্বাধীন দেশে সকলের সব সময় স্বাধীন চলাফেরার অধিকার, নারীদের নিরাপত্তা, সকলের জানমালের নিরাপত্তা, ধর্মীয় দাঙ্গাসহ সবধরণের মব জাস্টিস দ্রুত বন্ধ করতে কার্যকর আইনগত নিরাপত্তা ব্যবস্থা ও সমাজ সংস্কার রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।”
জশদ জাকির বলেন, “যে নারীকে বেশ্যা বলার ক্ষমতা রাখেন, সাহস থাকলে তাকে যারা বেশ্যা বানিয়েছেন তাদের গিয়ে প্রশ্ন করেন। অন্যান্যদের মাঝে আই আই ইউ সি শিক্ষার্থী ও বিতার্কিক তওহিদ প্রাইম তুলে ধরেন, “চলমান পরিস্থিতে ধর্মীয় প্রধানদের সক্রীয় ভূমিকা কিভাবে এই মব জাস্টিসের সংস্কৃতি প্রতিরোধ করতে পারে। তিনি আরোও বলেন, আমাকে আপনাকে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে মব জাস্টিস এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”
সমাবেশে আরো বক্তব্য রাখেন, সাইফু রুদ্র, রাকিব, দিপা প্রমুখ।
বিক্ষোভকারীরা আশা করেন, খুব দ্রুতই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তথা রাষ্ট্র “মব জাস্টিস’, ধর্মীয় দাঙ্গা, নারী হেনেস্তাসহ যাবতীয় অপরাধসমূহকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিহত করে এই অপসংস্কৃতি বন্ধ করতে প্রয়োজনীয় এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।
আনুমানিক সন্ধ্যা ৭টায় বিক্ষোভ সমাবেশটির সমাপ্তি ঘোষনা করা হয়।