ঢাকাবুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেবে সিএমএইচ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ১৯, ২০২৪ ১২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেকেই। এরই মধ্যে তাদের সুচিকিৎসার জন্য সব ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার। এবার সেনাবাহিনীও আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত (চিকিৎসাধীন) শিক্ষার্থীদের জরুরি ও উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এক্ষেত্রে জরুরি চিকিৎসাসেবা গ্রহণে আগ্রহী চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের সিএমএইচ, ঢাকার উল্লেখিত নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে– ০১৭৬৯০৫১৬৫২, ০১৭৬৯০৫১৬৫৩, ০১৭৬৯০৫১৬৫৪, ০১৭৬৯০৫১৬৫৭, ০১৭৬৯০৫১৬৫৮।

সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের অতি দ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি, আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসাসেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর আছে।