ঢাকাবুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ১৫, ২০২৪ ২:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কোটা আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ২টি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীরা জানান।

রবিবার (১৪ জুলাই) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। চবি ছাত্রলীগের নেতা-কর্মীরা এমন ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদে রাত ১১টায় জিরো পয়েন্টে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন কোটা আন্দোলনরত শিক্ষার্থীরা।  রাত ১১টার দিকে মিনিটে শিক্ষার্থীরা মিছিল নিয়ে জিরো পয়েন্ট থেকে কাটা পাহাড় রোড হয়ে শহিদ মিনারের দিকে যাওয়ার সময় পেছন থেকে হামলার শিকার হোন।

এ সময় সুমন নামে রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রকে পিটিয়ে আহত করা হয়েছে বলে জানা গেছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, “আমরা জিরো পয়েন্ট থেকে শহীদ মিনারের দিকে যাচ্ছিলাম। এমন সময় পেছন থেকে “কে রে রাজাকার?” বলে ছাত্রলীগ কর্মীরা লাঠি ও বাঁশ দিয়ে অতর্কিত হামলা করে। এ সময় পেছনের দিকে ককটেল বিস্ফোরণের শব্দও শুনতে পান বলে জানান আন্দোলনকারীরা।

কোটা আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমন্বয়ক রাসেল বলেন, আমরা মিছিল করছিলাম, তখন আমাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। কে মেরেছে তা জানি না। আমাদের ২ জন শিক্ষার্থী আহত হয়েছে। একজন মেয়েও আছেন। এছাড়া আমাদের ওপর ককটেল বিস্ফোরণ করা হয়।

সরজমিনে দেখা যায়, হামলার পর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এছাড়া ছাত্রলীগের নেতা-কর্মীদের বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে।

জানতে চাইলে চবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পার্থ প্রতিম বড়ুয়া বলেন, ঘটনার পরে আমি এসছি। তবে শুনেছি তারা নাকি নেত্রীর নামে বাজে স্লোগান দিচ্ছিলো। এতদিন কিন্তু তাদের আন্দোলনে বাধা দেওয়া হয়নি, আমরাও চেয়েছি কোটার যৌক্তিক সমাধান আসুক। কিন্তু স্বাধীন দেশে ‘আমি রাজাকার, রাজাকার’—স্লোগান দেওয়া কখনও কাম্য নয়।