আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অন্যতম সদস্য তানজিম হাসান সাকিব। শেষ সময়ে দলে এসেছিলেন ডানহাতি এই পেসার। তাকে দলে নেয়ার প্রসঙ্গে প্রধান নির্বাচকের বক্তব্য ছিল, দলের প্রতি নিবেদনের দিক বিবেচনায় এই পেসার যাচ্ছেন বিশ্বকাপে। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে গিয়ে দারুণ আত্মবিশ্বাসী সাকিব। বাংলাদেশ যে কাউকেই হারিয়ে দিতে পারে বলে মনে করেন তিনি।
বিশ্বকাপ সামনে রেখে বিসিবির তৈরি করা নতুন এপিসোড ‘সবুজ লালের গল্পে’ নিজের স্বপ্নপূরণের কথাটা জানিয়েছেন তানজিম সাকিব। তার সেই সাক্ষাৎকার আজ (৩০ মে) প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তানজিম সাকিব বলেন, প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে নিজের দেশের হয়ে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করার। বিশ্বকাপ স্কোয়াডে থাকাটা আমার কাছে স্বপ্নের মতো।
দল নিয়ে তানজিম সাকিব বলেন, আমাদের দল নিয়ে আমি খুবই আত্মবিশ্বাসী। আমাদের দল মানসিকভাবে দৃঢ় আছে, বন্ডিংও খুবই শক্তিশালী। আমরা চাইলে যেকোনো দলকে হারাতে পারি। আমাদের ১১ জন যদি মাঠে সেরাটা দিতে পারে, তাহলে কোনো দল আমাদের সামনে ব্যাপার না ইনশাআল্লাহ। আমরা যেকোনো দলকে হারানোর দক্ষতা রাখি।
দেশের হয়ে খেলার স্বপ্ন শৈশব থেকেই ছিল বলে জানিয়েছেন তানজিম সাকিব। ২১ বছর বয়সী পেসার বলেন, এটা শুরু থেকেই ছিল। আমি যখন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলি, তখন থেকে আমার লক্ষ্য ছিল আন্তর্জাতিক ক্রিকেটে খেলব। কখনো আমার আত্মবিশ্বাস কম ছিল না, আন্তর্জাতিক ক্রিকেটে পারব না। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে সেভাবেই তৈরি করেছি। আমার লক্ষ্যই এই পর্যায়ে আধিপত্য দেখানো।
তানজিম সাকিব নিজের বোলিং নিয়ে বলেন, পেস বোলার হিসেবে আমার হাইট ছয় ফিট না। তাই অবশ্যই আমার আলাদা স্কিল থাকা লাগবে। আমি বলটা স্কিট ও কাট করানোর চেষ্টা করি।
সাকিব আল হাসানের সঙ্গে নামে মিল আছে তানজিম সাকিবের। সাকিবের কোন অভ্যাসটা নিজের মধ্যে দেখতে চান তাও জানিয়েছেন জুনিয়র সাকিব। তিনি বলেন, আমি সাকিব ভাইয়ের মানসিকতাটা নিজের মধ্যে আনার চেষ্টা করবো। যে কোন পরিস্থিতিকে সে শান্তভাবে সামলাতে পারে। এটা খুবই ভালো লাগে আমার।