ঢাকাশনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তিস্তায় অর্থায়ন করতে চায় ভারত : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
মে ৯, ২০২৪ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

তিস্তা নিয়ে সরকার বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করছে, তাতে অর্থায়নে আগ্রহী ভারত। নিজেদের স্বার্থ অক্ষুণ্ন রেখে তা করবে ঢাকা— এ কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৯ মে) মন্ত্রণালয়ে তার সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন হাছান মাহমুদ।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের জমি ব্যবহার করে নেপাল থেকে জলবিদ্যুৎ আনার বিষয়টি চূড়ান্ত হয়েছে। ট্যারিফ নির্ধারণ হলেই তা শুরু হবে।

তিনি আবারও জানান, ভারতের নির্বাচনের পর দিল্লি সফর করবেন বাংলাদেশের সরকারপ্রধান। চীনের আগেই তার দিল্লি সফরের ইঙ্গিত দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।