ঢাকারবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনায় আক্রান্ত মাহাথির হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ৩১, ২০২২ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ কোভিড-১৯ শণাক্তের পর হাসপাতালে ভর্তি হয়েছেন।

মাহাথিরের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসকদের পরামর্শে বুধবারই দেশটির ন্যাশনাল হার্ট ইন্সটিটিউটে ভর্তি হয়েছেন। সেখানে তিনি কিছুদিন পর্যবেক্ষণে থাকবেন।

তিনি আগেই করোনাভাইরাস প্রতিরোধী টিকা দিয়েছেন।

বিবৃতিতে মাহাথিরের স্বাস্থ্য পরিস্থিতির বিস্তারিত বলা হয়নি।

মালয়েশিয়ার ইতিহাসে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা মাহাথির মোহাম্মদের হৃদরোগের ইতিহাস আছে।

এ বছরের জানুয়ারিতেও হার্টে সমস্যা দেখা দেয়ায় ৯৭ বছর বয়সী মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এর আগে ১৯৮৯ সালে ও ২০০৬ সালে দুবার হার্ট অ্যাটাক হয়েছিল তার। করতে হয়েছিল বাইপাস সার্জারি। স্বাস্থ্য পরীক্ষার জন্য গত কয়েক বছরে প্রায়ই তাকে হাসপাতালে যেতে দেখা গেছে।

মাহাথির মোহাম্মদ প্রথম দফায় ১৯৮১-২০০৩ পর্যন্ত টানা ২২ বছর প্রধানমন্ত্রী ছিলেন।