ঢাকাবুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ জনগণের শক্তির কাছে মাথানত করবে : ফখরুল

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে রেহাই পেতে সাধারণ মানুষ কোথাও আশ্রয় খুঁজে পাচ্ছে না। তবে জনগণের শক্তির কাছে আওয়ামী লীগকে মাথানত করতে হবে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। একইসঙ্গে গণতন্ত্র মঞ্চের সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের অভিযোগ তুলে নিন্দা জানান।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, পুলিশের লাঠিচার্জে জোনায়েদ সাকিসহ গণতন্ত্র মঞ্চের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর দখলদার আওয়ামী শাসকগোষ্ঠী মানুষের ভোটের অধিকার ও গণতান্ত্রিক অধিকারগুলোকে ক্ষুণ্ন করেছে। জনগণসহ বিরোধী দলগুলোর ওপর অতি মাত্রায় দমনপীড়ন চালাচ্ছে। তারই বহিঃপ্রকাশ ঘটলো আজ গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের হামলা। এ দেশে নাগরিকদের জানমালের নিরাপত্তা এখন আরও বেশি চরম হুমকির মুখে।

বিবৃতিতে পুলিশের হামলায় গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকিসহ আহত নেতাদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং গ্রেপ্তারকৃত নেতার অবিলম্বে নিঃশর্ত মুক্তির নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব।