ঢাকাশনিবার, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের নাজিরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. স্বাধীন শেখ (১৭) ও মো. রহমত শেখ (১৬) নামের দুই সহপাঠীর মৃত্যু হয়েছে। এ সময় একই মোটরসাইকেলে থাকা তানজিম শেখ (১৬) নামে অপর সহপাঠী গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া গ্রামের শহীদ মোল্লার বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত স্বাধীন শেখ উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের হোগলা বুনিয়া গ্রামের ডালিম শেখের ছেলে। আর রহমত শেখ একই ইউনিয়নের উত্তর পূর্ব বানিয়ারী গ্রামের মুকুল শেখের ছেলে। এ ছাড়া আহত তানজিম শেখ তারাবুনিয়া গ্রামের শহিদুল শেখের ছেলে। তারা সবাই স্থানীয় বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, চার বন্ধু দুইটি মোটরসাইকেলে করে পাল্লা দিয়ে দ্রুত গতিতে মাটিভাঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় তিন বন্ধু থাকা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই স্বাধীন শেখ মারা হয়। রহমত শেখ ও তানজিম শেখকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জিনাত তাসনিম বলেন, রহমত শেখকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভ্রত রায় বলেন, বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলছে। কিন্তু সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র স্বাধীন শেখ, রহমত শেখ ও তানজিম শেখ একটি মোটরসাইকেলে করে মাটিভাঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় বরইবুনিয়া শহীদ মোল্লার বাড়ির সামনের রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে ঘটনাস্থলেই স্বাধীন শেখের মৃত্যু হয় এবং রহমত শেখকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত তানজিম শেখকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নাজিরপুর থানা পুলিশের ওসি মো. শাহ আলম হাওলাদার।