ঢাকাশনিবার, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জানুয়ারি ২৪, ২০২৪ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ও নগরীর চান্দগাঁও এলাকার শীর্ষ সন্ত্রাসী জুয়েলকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জুয়েল নগরীর চান্দগাঁও থানাধীন কসাইপাড়া এলাকার জয়নাল আবেদীন জুনুর ছেলে।

র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, ‘গ্রেফতার জুয়েল চট্টগ্রামের চান্দগাঁও এলাকার শীর্ষ সন্ত্রাসী। কয়েক বছর আগেও দুই ভাই বাদশা রাজু ও জুয়েল চাপাতি হাতে এলাকায় মাংস বিক্রি করতেন। পরবর্তী সময়ে চাপাতির বদলে হাতে পিস্তল তুলে নিয়ে দুই ভাইয়ের নাম এখন হামকা রাজু ও ধামা জুয়েল হিসেবে পরিচিত। তারা এখন এলাকার ত্রাস এবং পুলিশের শীর্ষ সন্ত্রাসীর তালিকায়ও তাদের নাম রয়েছে।’

তিনি আরও বলেন, ‘শুধু সন্ত্রাসী কর্মকাণ্ড নয়, কিশোর গ্যাং তৈরিতেও রয়েছে তার একচ্ছত্র নেতৃত্ব। ধামা জুয়েল নগরের বহদ্দারহাট এলাকায় একটি ছিনতাইকারী চক্রকে নিয়ন্ত্রণ করাসহ চাঁদাবাজি ও মাদক ব্যবসায় সব সময় সক্রিয়। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেকেই থানায় অভিযোগ করেছেন। এ ছাড়াও বারাইপাড়া এলাকার আনোয়ার নামে এক গার্মেন্টস কর্মকর্তাকে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করেছিল ধামা জুয়েল ও তার সহযোগীরা। হক মার্কেটের সিকিউরিটি গার্ড আবদুর সবুর, কিশোর জিয়াদ ও নুরুল আলম হত্যাকাণ্ডে জড়িত ছিল সে। চাঁদার জন্য আমজাদ হোসেন নামে এক যুবকের দুই পায়ে ড্রিল মেশিনে ছিদ্র করে দেওয়ার অভিযোগ আছে জুয়েলের বিরুদ্ধে।’

গ্রেফতার জুয়েলের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার চান্দগাঁও ও বোয়ালখালী থানায় হত্যাচেষ্টা, অস্ত্র, মাদক, ছিনতাই, চাঁদাবাজি, দ্রুত বিচার আইনসহ মোট ৮টি মামলা আছে।