ঢাকারবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে  ‘কিশোর গ্যাংয়ের’ হামলার শিকার সংবাদকর্মী

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ২২, ২০২২ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকায় তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে ‘কিশোর গ্যাংয়ের’ হামলার শিকার হয়েছেন একুশে টেলিভিশনের সংবাদকর্মী সাব্বির আহমেদ ও তার ছোট ভাই ইমন হোসেন শান্ত।

 

রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরার ধউর এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার সাব্বির একুশে টেলিভিশনের সংবাদ উপস্থাপক হিসেবে কর্মরত আছেন। হামলায় দুজনই আহত হন, তবে ইমন হোসেন শান্ত মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার দুপুরে তার মাথায় একটি অস্ত্রোপচার হয়েছে।

 

সাব্বির আহমেদ দৈনিক বাংলাকে বলেন, ‘এলাকায় দুই তরুণীকে হেনস্তা করতে বাঁধা দেয়ায় তাদের ওপর আকষ্মিক হামলা চালায় পাশের এলাকার কিশোর গ্যাংয়ের সদস্যরা।’

 

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘রোববার সন্ধ্যায় আমাদের বাসার পাশের হাউজিং এলাকায় আমি, আমার ছোট ভাই এবং আমার এক বন্ধু হাঁটতে বের হয়েছিলাম। তখন দেখলাম রাস্তা দিয়ে হেঁটে যাওয়া দুই তরুণীকে কয়েকজন বখাটে পথ আটকে ইভটিজিং করছে। তখন দুই তরুণীকে খুব বিব্রত দেখাচ্ছিল। এই অবস্থায় আমরা তিনজন গিয়ে ওই বখাটেদের সঙ্গে কোন কথা না বলে দুই তরুণীকে সেখান থেকে চলে যেতে বলি। দুই তরুণী চলে গেলে আমরা তিনজন আমাদের মত করে ফিরে এসে নিজেদের মত রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিলাম। এর ৫-৭ মিনিটের মধ্যেই ২০-২৫ জন কিশোর এসে আমাদের ওপর হামলা করে। তারা হাতে করে বাঁশ, লাঠি নিয়ে এসে আমাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে আমার ছোট ভায়ের মাথায় গুরুতর আঘাত লেগে রক্তক্ষরণ শুরু হলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর তারা সেখান থেকে পালিয়ে যায়।’

 

সাব্বির আরও বলেন, ‘হামলাকারী কয়েকজনকে তিনি চিনতে পেরেছেন, তারা আশপাশের এলাকায় থাকেন ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য হিসেবে নানান অপরাধ কর্মকান্ডের সঙ্গে জড়িত। ছোট ভাইয়ের চিকিৎসা নিশ্চিত হবার পর এ ঘটনায় মামলা করবেন সাব্বির আহমেদ।’