ঢাকারবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনের আগ পর্যন্ত বৈঠক চলবে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ১৪, ২০২৩ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, প্রধানমন্ত্রীর প্রতি আমাদের শতভাগ আস্থা রয়েছে। বৈঠকে ক্ষমতাসীনদের ব্যবহারে মনে হয়েছে—আমাদের ওপরও তাদের যথেষ্ট আস্থা রয়েছে।’ আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনের আগে দফায় দফায় বৈঠক চলবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে ‘জাতীয় পার্টিকে বিশ্বাস করা যায় না’, সম্প্রতি প্রধানমন্ত্রীর দেওয়া এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

চুন্নু বলেন, ‘আমরা জনগণের কাছে আসন চাই। কোনও দলের কাছে চাই না। আওয়ামী লীগের সঙ্গে ভোটের পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে। আপনারা যেটা ইঙ্গিত দিচ্ছেন—সেটা নিয়ে যে আলোচনা হয়নি তা নয়, অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে।’

আজ (বৃহস্পতিবার) রাতেও আওয়ামী লীগের সঙ্গে আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, ‘বৈঠক যেহেতু নির্বাচনকেন্দ্রিক, তাই ৭ জানুয়ারির আগে দফায় দফায় বৈঠক চলবে।’

সরকারের অধীনে ভোট হচ্ছে না জানিয়ে জাপা মহাসচিব বলেন, ‘নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে। নির্বাচনের সময়ে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের কর্মকর্তাসহ যারাই নির্বাচনি কাজে জড়িত, সবাই ইসির অধীন।’