বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ আর দুর্ভিক্ষ একে অপরের পরিপূরক। তিনি বলেন, ‘আওয়ামী লীগ মানেই দুর্ভিক্ষ আর দুর্নীতি। তারা ক্ষমতায় আসলে দেশে দুর্ভিক্ষ আনে।’
শনিবার (৯ ডিসেম্বর) এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি মন মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘১৯৭৪ সালে যেভাবে দেশে দুর্ভিক্ষ হয়েছিল, আওয়ামী লীগের দুর্নীতি লুটপাট টাকাপাচার অবিচার-অনিয়মের কারণে, দেশে এখন আবারও সেই দুর্ভিক্ষ পরিস্থিতি। সব রকমের নৈতিক অনাচার সৃষ্টিকারী দল আওয়ামী লীগ।’
তিনি বলেন, শুক্রবার (৮ ডিসেম্বর) কোটালীপাড়ায় (প্রধানমন্ত্রী) বলেছেন, বিএনপি মার্চের দিকে দেশে দুর্ভিক্ষ ঘটাবে। এটা হচ্ছে তাদের পরবর্তী পরিকল্পনা। এটা শুধু দেশের নয়, বাইরের দেশেরও পরিকল্পনা। যেভাবেই হোক দুর্ভিক্ষ ঘটাতে হবে। শেখ হাসিনা দেশের ভয়াবহ অর্থনৈতিক দেউলিয়াত্বে অসহায় হয়ে পড়েছেন। নিজের অব্যবস্থাপনা আর ব্যর্থতা ঢাকতে বিএনপি ও বিদেশিদের ওপর অগ্রিম দোষ চাপানোর চেষ্টা করছেন।
রিজভী বলেন, ‘আজ ভোটাধিকার, সরকারের গুম-খুন-অপহরণ-জুলুম-নির্যাতন, অন্যায়-অবিচার, লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে দেশের জনগণ রাজপথে মরনপণ লড়াই করছে। এই লড়াইয়ে আমাদের জয়লাভ করতেই হবে।’