ঢাকারবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তলাবিহীন কলসি দিয়ে নির্বাচনী বৈতরণি পার হওয়ার দিবাস্বপ্ন দেখছে আওয়ামী লীগ : আতাউর

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ৬, ২০২৩ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার বলেছেন, ফাটাফুটো আর তলাবিহীন কলসি দিয়ে নির্বাচনী বৈতরণি পার হওয়ার দিবাস্বপ্ন দেখছে আওয়ামী লীগ। কিন্তু তাদের সে স্বপ্ন অবিলম্বে দুঃস্বপ্নে পরিণত হবে।

তিনি সরকারকে নির্বাচনী তফসিল বাতিল, অবিলম্বে পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। অন্যথায় সরকারের স্বপ্নের বাস্তিল দুর্গের পতন অনিবার্য বলে মন্তব্য করেন।

বুধবার(৬ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে দলের নিবন্ধন পুনর্বহাল, নির্বাচনী তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অবরোধের সমর্থনে তেজগাঁও দক্ষিণ থানা আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী পথ সভায় এসব কথা বলেন তিনি।

বিক্ষোভ মিছিলটি ফার্মগেট ফুটওভার ব্রিজ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কারওয়ান বাজারে এসে পথ সভার মাধ্যমে শেষ হয়।

পথ সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের মজলিসে শূরা সদস্য নোমান আহমেদি, মনির আহমেদ, মিয়া মুহাম্মদ তৌফিক।

আতাউর রহমান সরকার বলেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র পরস্পর বিরোধী শব্দ। তারা কখনোই গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের সহায়ক শক্তি ছিল না বা এখনো নয়। স্বাধীনতা পরবর্তী সময়ে তারা দেশের সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে একদলীয় বাকশালী শাসন কায়েম করেছিল। একইসঙ্গে মাত্র চারটি রাষ্ট্রায়ত্ত পত্রিকা বাদে সব গণমাধ্যম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।

তিনি বলেন, তারা অঘোষিতভাবে দেশে বাকশালী শাসন প্রতিষ্ঠার জন্যই আদালতের রায়ের দোহাই দিয়ে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছে। তারা দলদাসদের দিয়ে নির্বাচন কমিশন সাজিয়ে একদলীয় নির্বাচনের মহড়া প্রদর্শন করতে শুরু করেছে। কিন্তু তারা তাদের লক্ষ্যে কখনোই সফল হবে না।

এছাড়াও ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতাকর্মীরা রাজধানীর কাফরুল, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা ও রামপুরায় অবরোধ সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে।