ঢাকারবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি-জামায়াত বাংলাদেশের গণতন্ত্রের ‘ভক্ষক’ : বাহাউদ্দিন নাছিম

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
ডিসেম্বর ৪, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত বাংলাদেশের গণতন্ত্রের ‘ভক্ষক’। তারা ষড়যন্ত্রের রাজনীতি করে গণতান্ত্রিক সুষ্ঠু ধারা নষ্ট করার জন্য চেষ্টা করছে। ধারাবাহিক সহিংস কর্মসূচিই এর প্রমাণ।

রোববার (৪ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৮৫তম জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাছিম বলেন, বাংলাদেশের রাজনৈতিক গণতান্ত্রিক ধারার ভক্ষক এই অপশক্তির আন্দোলন ব্যর্থ হয়েছে। বাংলাদেশের মানুষ এখন অতিষ্ঠ। তারা যেদিন অবরোধ ঘোষণা করে সেদিন রাস্তায় রাস্তায় যানজট তৈরি হয়, তাদের হরতাল কর্মসূচি নিয়ে দেশের মানুষ এখন ভাবতে শুরু করেছে। হরতালের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ কমে গেছে। অথচ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য হরতাল সবচাইতে শক্তিশালী অস্ত্র। এই অস্ত্র যা মানুষের কল্যাণে ব্যবহৃত হয়। বিএনপি-জামায়াতের হরতাল মানে হলো অপকর্ম।

তিনি বলেন, বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে, খালেদা জিয়ার সাম্প্রদায়িক রাজনীতি এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা শেখ হাসিনার নেতৃত্বে হরতাল অবরোধ কর্মসূচি পালন করেছি। আমরা দেখেছি সেই গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের শ্রেণি-পেশার মানুষ শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে সমর্থন করে সফল করেছে।

বিএনপি-জামায়াতের হরতাল অবরোধ বাংলাদেশের মানুষের হৃদয়ে ঘৃণার সৃষ্টি করেছে উল্লেখ করে তিনি আরো বলেন, বিএনপি মানুষের মন থেকে উঠে যাওয়ার কারণে তাদের শেষ অস্তিত্বটুকু বিলীন হয়ে যাওয়ার পথে রয়েছে। রাতের অন্ধকারে পটকা মেরে মুজিব আদর্শের এবং শেখ হাসিনার সৈনিকদের ভয় দেখানো যাবে  না। বাংলাদেশের মানুষ বিএনপি-জামায়াতীদের ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশে কায়েম করতে দেবে না।

এসময় তিনি শেখ ফজলুল হক মণির জীবনাদর্শের স্মৃতিচারণ করে আগামী নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সমন্বয়ক ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাংবাদিক ও লেখক স্বদেশ রায়।