রাজধানীর চকবাজারের কামালবাগ দেবীদ্বারঘাট এলাকায় প্লাস্টিক কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ওসমান (২৫), বিল্লাল (৩৫), শপন (২২) ও শরীফ (২০)। বাকী দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
তবে নিহত ছয়জনই কারখানার নিচে অবস্থিত একটি হোটেলের শ্রমিক।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কেন্দ্রীয় ইউনিটের পরিচালক জিল্লু রহমান বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
এদিকে, দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস বলছে, তিনতলা ভবনের নিচতলায় অবস্থিত বরিশাল হোটেলের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।
এর আগে, সোমবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এর ৯ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছে আগুন নির্বাপনের কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা আরও বাড়ানো হয়। সবশেষ সেখানে নিয়ন্ত্রণে কাজ করছে ১০টি ইউনিট।
ফায়ার সার্ভিস এখনও উদ্ধার তৎপরতা চালাচ্ছে।