ঢাকাশুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ-লেবানন মুখোমুখি আজ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
নভেম্বর ২১, ২০২৩ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ম্যাচ খেলে এসেছে ১৬ নভেম্বর। মেলবোর্নে হয়ে গেছে বিশ্বকাপ বাছাইয়ে এশীয় অঞ্চলের রাউন্ড টুয়ের প্রথম খেলা। একই দিনে এশীয় অঞ্চলের ১৮টি খেলা অনুষ্ঠিত হয়েছে। ভারত ১-০ গোলে হারিয়েছে কুয়েতকে। পাকিস্তান ৪-০ গোলে হেরেছে সৌদি আরবের বিপক্ষে। একই ব্যবধানে নেপাল হেরেছে আরব আমিরাতের কাছে। ‘আই’ গ্রুপে বাংলাদেশ ০-৭ গোলে হেরেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর একই গ্রুপে লেবানন গোলশূন্য ড্র করেছে ফিলিস্তিনের বিপক্ষে। চার দিনের ব্যবধানে আজ আবার এশিয়া জুড়ে ১৮টি ম্যাচ।

ঢাকায় বসুন্ধরা কিংসের মাঠে সন্ধ্যা পৌনে ৬টায় বাংলাদেশ খেলবে লেবাননের বিপক্ষে।

লেবানন ফিলিস্তিন ম্যাচ হয়েছিল শারজায়। পয়েন্ট নিয়ে ঢাকায় এসেছে লেবানন। দলের ক্রোয়েশিয়ান কোচ নিকোলা জুরসেভিচ জানিয়েছেন আমাদের গ্রুপে অস্ট্রেলিয়া শক্তিশালী দল। তার সঙ্গে কারো পারার কথা না। ওরা অনেক উঁচু মানের দল। তবে আমাদের টার্গেট গ্রুপে দ্বিতীয় হওয়া। এই কোচ দলের দায়িত্ব নিয়েছেন দুই মাসও হয়নি।

সাফে বাংলাদেশ দল লেবাননের বিপক্ষে হেরেছিল, ২-০ গোলে। সেটা নিয়ে ভাবছেন না। মুখে মুখে বলছেন জয়ের কোনো কিছু ভাবছেন না। তবে কোচের অভিজ্ঞতা অনেক বেশি। খেলোয়াড়ি জীবন বলেন আর কোচিং ক্যারিয়ার, সবদিক থেকে এগিয়ে হ্যাভিয়ের থেকে। ক্রোয়েশিয়া জাতীয় দলে খেলেছেন নিকোলা জুরসেভিচ। ক্রোয়েশিয়া দলের সহকারী কোচ ছিলেন। ইউরোপে খেলেছেন। এই কোচের তুলনায় বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের তার ধারে কাছে নেই। তবে মাঠের লড়াইয়ে খেলোয়াড়দের পাশাপাশি ডাগআউটে কোচদের মেধার লড়াই হবে।

২০১১ সালে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে লেবানন ৪-০ গোলে বাংলাদেশকে হারালেও ফিরতি ম্যাচ বাংলাদেশ জিতেছিল ২-০ গোলে। সর্বশেষ তরতাজা খবর হচ্ছে—এ বছর সেপ্টেম্বরে সাফে বাংলাদেশ হেরেছিল। ফিফার র্যাংকিংয়ে চার দেশের মধ্যে তলানিতে বাংলাদেশ (১৮৩), লেবানান (১০৪), ফিলিস্তিন (৯৬) এবং অস্ট্রেলিয়া (২৭)। লেবানন কোচ আবারও সেই একই কথা বলেছেন র্যাংকিং কোনো বিষয় না। মাঠে আপনি কতটা পারফরম্যান্স করতে পারছেন সেটাই বড় কথা।

লেবাননের বিপক্ষে নামার আগেই বাংলাদেশ শিবিরে ধাক্কা লেগেছে। আক্রমণভাগে রাকিব হোসেন নেই। নেই দলের লেফট উইংব্যাক রাকিব সাদ উদ্দিন। এই দুজনই হলুদ কার্ডের কারণে নামতে পারবেন না আজ। রাকিব ঢাকায় মালদ্বীপের বিপক্ষে হলুদ কার্ড পেয়েছিলেন। একই দলের বিপক্ষে মালেতে গোল করেন সাদ উদ্দিন। গোলের পর জার্সি খুলে উল্লাস করেন বলে তাকেও হলুদ কার্ড পেতে হয়েছিল।

এই দুই ফুটবলার গত ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে হলুদ কার্ড পেয়েছেন। সর্বনাশ হয়েছে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা একাদশে খেলা এই দুজনই আজ লেবাননের বিপক্ষে মাঠে নামতে পারছেন না। তবে খেলতে পারবেন মালদ্বীপের বিপক্ষে লালকার্ড পাওয়া মিডফিল্ডার জুনিয়র সোহেল রানা। দলে নেওয়া হয়েছে ৩০ জনের প্রাথমিক তালিকা থেকে বাদ পড়া দিপক রায়কে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ গোল হজম করে নতুন ম্যাচে নামতে যাচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সেই রাতের কথা ভুলে গিয়ে নতুন একটি রাত উদ্যাপন করতে চায় বাংলাদেশ। লেবাননের বিপক্ষে ম্যাচ জেতার টার্গেট নিয়ে নামবেন অধিনায়ক জামাল ভুঁইয়া। জানিয়েছেন ৭ গোলের পরও এখনো অনেক ম্যাচ রয়েছে। তিনি বলেন, ‘আমাদের টার্গেট গ্রুপে দ্বিতীয় হওয়া।’

স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরার কথা হচ্ছে আমরা ফুটবলের সঠিক পথে এগিয়ে যাচ্ছি সেটা প্রমাণ দেয়, আমাদের গ্রাফটা ওপরের যাচ্ছে।’ তিনি বলেন, ‘লেবানন র্যাংকিংয়ে অনেক ওপরে হলেও আমার বিশ্বাস আমাদের সঙ্গে লড়াই হবে। আমরা দারুণ একটা লড়াই উপহার দিতে পারব।’