গতকাল ১৭ই নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম সরকারি মুসলিম স্কুল প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে গুণীজন ও কৃতি ছাত্র সংবর্ধনা এবং পূর্ণমিলনী ২০২৩ অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি শাহ আলম বাবুলের সভাপতিত্বে ও অনুষ্ঠানের আহবায়ক জামাল নাসের চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মমতাজ বেগম, যুগ্ম জেলা জজ মাহবুবুর রহমান, সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী,সংবর্ধিত শিক্ষার্থী মাঝে আবদুল্লাহ আল দাউদ ও মেরাজুল ইসলাম।
গুণীজন সংবর্ধনায় স্কুলের প্রাক্তন সতীর্থ ডঃ মইনুল ইসলাম মাহমুদ, ডা: প্রফেসর গোফরানুল হক, ডা: প্রফেসর ইমরান বিন ইউনুস, ওস্তাদ আজিজুল ইসলাম, শব্দ সৈনিক ফজল হোসেন, সফল শিল্প উদ্যোক্তা নাদের খান ও আমজাদুল ফেরদৌস চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী এবং প্রাক্তন মেয়র আ জ ম নাছির উদ্দিন , ওয়াহিদুল আলম চৌধুরী, আব্দুর রউফ খালেদ, প্রফেসর সিকান্দর খান, প্রফেসর সালেহ জহুর, ডঃ আবুল বাশার মোঃ ফখরুজ্জামান (জেলা প্রশাসক ) ও ইশতিয়াক হোসেন তসলিমকে গুণীজন হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া সমিতির প্রাক্তন সভাপতি লায়ন এম শামসুল হককে মরণোত্তর সম্মাননা স্মারক এবং প্রধান শিক্ষক মমতাজ বেগমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়, সাথে প্রকৌশলী মনিরুল ইসলাম (৯৩ ব্যাচ) কে বিশেষ সম্মাননা স্মারকে ভূষিত করা হয়।
২০২২ সালের A+ প্রাপ্ত ৪৪০ জন এবং ২০২৩ সালের A+ প প্রাপ্ত ৩৩০ জন মোট ৭৭০ জনকে কৃতি ছাত্র সম্মাননা এবং উপহার সামগ্রী প্রদান করা হয় । চলতি বছর শতভাগ পাস এবং A+ এ তৃতীয় স্থান অধিকার করায় সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী ,শিক্ষক শিক্ষিকাকে অভিনন্দন জানানো হয়। পুনর্মিলনীতে বিভিন্ন ব্যাচের ৭৫০ জন নবীন প্রবীণ শিক্ষার্থীর স্বস্ত্রীক উপস্থিত এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয় পুরনো বন্ধুদের প্রাণবন্ত উপস্থিতিতে সকলে এই মুহূর্তকে উপভোগ কর এবং তারা সকলেই অনেক আনন্দিত হয় বলে জানান। সমিতির সদস্য ইউসুফ হোসেন ভূঁইয়া সঞ্চালনায় এরপরে ছিল মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন এবং ছিল আমন্ত্রিত অতিথি শিল্পীদের গানের আয়োজন।
বর্ণাঢ্য এবং বহুমাত্রিকভাবে সফল গুণীজন ও কৃতি ছাত্র সংবর্ধনা এবং পূর্ণমিলনী অনুষ্ঠান আয়োজনে শেষ প্রান্তে ঐতিহ্যবাহী মেজবানে সবাই রসনার তৃপ্তিতে মনমুগ্ধকর স্মৃতিতে স্কুল প্রাঙ্গণ ত্যাগ করেন।