ঢাকাবৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকের আনাগোনা কম খাতুনগঞ্জে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ৩১, ২০২৩ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের কারণে পণ্যবাহী ট্রাকের আনাগোনা কমেছে দেশের বৃহত্তর পাইকারি বাজার খাতুনগঞ্জ, চাক্তাই, আসাদগঞ্জ এলাকায়। অন্যান্য সময়ের তুলনায় দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য নিয়ে এসব এলাকায় ট্রাক ঢুকেছে কম। তবে আগে থেকে পণ্য মজুদ থাকায় এর কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) খাতুনগঞ্জ, চাক্তাই, আসাদগঞ্জ এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।

ট্রাক চালক ও ব্যবসায়ীরা বলছেন, দেশের বিভিন্নস্থানে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটার কারণে ট্রাক মালিকেরা গাড়ি ছাড়তে চাইছেন না। যে কয়েকটি ছেড়ে এসেছে তাও চালকের জিম্মায়। যার কারণে ভাড়া গুনতে হয়েছে ৩ থেকে ৫ হাজার টাকা বাড়তি।

চট্টগ্রাম ট্রান্সপোর্ট নামে এক পরিবহন সংস্থার কর্মকর্তা বাবুল চন্দ্র রায় বলেন, টানা তিনদিনের অবরোধের কারণে রাস্তায় ট্রাক চালানো অনেকটাই বিপদজনক হয়ে গেছে। অন্যদিকে ট্রাক ড্রাইভাররা নিরাপত্তাহীনতায় ভুগছে। ফলে বাড়তি বেতন দিয়ে তাদের কাজে আনতে হচ্ছে।

চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আহসান খালেদ বলেন, পণ্য পরিবহণে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। বেপারিরা বিভিন্ন জেলা শহর থেকে চট্টগ্রামের দিকে আসতে চাইছেন না।

চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার ব্যবসী সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, অবরোধের কারণে খাতুনগঞ্জ, চাক্তাই ও আসাদগঞ্জ এই এলাকায় ট্রাক কম ঢুকছে। তবে আজকে অবরোধের প্রথম দিন হিসেবে এই তিন এলাকার ব্যবসায়ীক পরিবেশ কোন দিকে দাঁড়াচ্ছে এখনো পরিষ্কার করে বলা যাচ্ছে না। আগামীকাল থেকে হয়তো অবরোধের ফলাফল পাওয়া যাবে।

অন্যদিকে ভোগ্য পণ্য বাজারে মজুদ করা গেলেও কাঁচমালে প্রভাব পরতে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বাংলদেশের বিভিন্ন এলাকা থেকে কাঁচমাল জাতীয় পণ্যের আনা নেওয়া কমে গেলে দাম বাড়তে পারে জানিয়েছে হামিদুল্লাহ মিয়া মার্কেটের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিছ। তিনি বলেন, ভারত সরকারের পক্ষ থেকে রপ্তানিমূল্য বেঁধে দেওয়ার পর চারদিন আগে থেকে পেঁয়াজের দাম বেড়ে গেছে। এদিকে টানা তিন দিনের অবরোধের কারণে কাঁচমাল আনা নেওয়াতে এর প্রভাব দেখে দিবে। ফলে পেঁয়াজসহ বিভিন্ন কাঁচমালের মূল্য বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে।