ঢাকারবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ৩১, ২০২৩ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

আজ ইডেন গার্ডেনে বাংলাদেশ মুখোমুখি হয়েছে পাকিস্তানের। দুই দলের সামনেই দাঁড়িয়ে কঠিন চ্যালেঞ্জ। ইতোমধ্যে হয়েছে টস। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত বাংলাদেশের।

বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন শেষ হলেও সম্ভাবনা বেঁচে আছে পাকিস্তানের, তবে কঠিন সমীকরণে দাঁড়িয়ে দলটা। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশঙ্কা। খেলা শুরু হয়েছে বেলা আড়াইটায়।

আজ একাদশে আছে এক পরিবর্তন। তাওহীদ হৃদয় ফিরেছেন একাদশে, অন্যদিকে নেই শেখ মেহেদী হাসান। পাকিস্তানের একাদশেও আছে ৩ পরিবর্তন।

শেষ চার থেকে ছিটকে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, কাগজে কলমে ০.১ শতাংশ সম্ভাবনা এখনো ধরে রেখেছে বাংলাদেশ। তবে বাস্তবতা মেনে নিয়েছে দল। সেমিফাইনাল খেলার স্বপ্ন ছেড়ে দলের লক্ষ্য এখন কেবল চ্যাম্পিয়নস ট্রফি। এই আসর খেলতে হলে, থাকতে হবে সেরা আটে। সেই লক্ষ্যেই আজ মাঠে নেমেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ তামিম, মেহেদী মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয় ও তাসকিন আহমেদ।

পাকিস্তান একাদশ : মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, ফখর জামান, আব্দুল্লাহ শফিক, ইফতেখার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, সৌদ শাকিল, হাসান আলি, হারিস রউফ, উসামা মির, আগা সালমান।