ঢাকাবৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আবার ইন্টারনেট সংযোগ চালু করা হলো গাজায়

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ২৯, ২০২৩ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

প্রায় দেড় দিন বিচ্ছিন্ন থাকার পর ইন্টারনেট সংযোগ সচল হতে শুরু করেছে গাজায়। পর্যায়ক্রমে চালু হচ্ছে ল্যান্ডলাইন, মোবাইল ও ইন্টারনেট সেবা। এ তথ্য নিশ্চিত করেছে গাজার টেলিকম কোম্পানি। সূত্র আল জাজিরা।

এর আগে শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গাজার ইন্টারনেটসহ সব ধরনের টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এতে সারা বিশ্বের সাথে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় অবরুদ্ধ উপত্যকাটি। এই সুযোগে সব দিক থেকে হামলা শুরু করে ইসরায়েল। যোগাযোগ বন্ধ থাকায় গত দেড় দিনে সেখানে কী ঘটেছে তার প্রকৃত তথ্য জানা যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ফিলিস্তিনের টেলি কমিউনিকেশনস কোম্পানি জানায়, চ্যালেঞ্জের মধ্য দিয়ে বিধ্বস্ত ইন্টারনেট সংযোগ চালু করতে কর্মীরা কাজ করছেন। এরই মধ্যে অনেক এলাকাতে লাইন সচল হয়েছে।