কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় উদ্ধারকাজ চালাতে ঢাকা থেকে একটি এবং আখাউড়া থেকে একটি ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। দুই ট্রেন উদ্ধারকাজে যোগ দিয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, উদ্ধারকাজ চলছে। এতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
আজ (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। একইসময় ভৈরব থেকে ঢাকায় যাচ্ছিল যাত্রীবাহী ট্রেন এগারো সিন্ধুর। ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। এতে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। তাৎক্ষণিকভাবে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনার পর উদ্ধারকাজের জন্য রিলিফ ট্রেন রওয়ানা হয়। দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম রেল চলাচল বন্ধ। ট্রেন দুর্ঘটনায় উদ্ধারকাজে সহযোগিতা করছে ফায়ার সার্ভিস, রেলওয়ে পুলিশ ও জেলা পুলিশ। উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।