ঢাকারবিবার, ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আমি যে অবস্থায় আছি, আমি হয়তো মারা যাবো : বিন ইয়ামিন মোল্লা

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
অক্টোবর ২৩, ২০২৩ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে কারাগারে কনডেম সেলে রাখার অভিযোগ করেছে গণঅধিকার পরিষদ। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ জানান, বিন ইয়ামিন মোল্লাকে কারাগারে কনডেম সেলে রাখা হয়েছে।  সেখানে মূলত ফাঁসির আসামিদের রাখা হয়। আটকের পর কয়েকটি মামলায় তাকে রিমান্ডে নেয় পুলিশ। তেমন চিকিৎসা দেয়া হয়নি, ফলে সে অসুস্থ। সোমবার বিকেলে একটি মামলায় আদালতে তোলার সময় বিন ইয়ামিন বলেন- আমি যে অবস্থায় আছি, আমি হয়তো মারা যাবো। বিন ইয়ামিন যখন এ কথা বলছিলেন তখন দায়িত্বরত পুলিশ কর্মকর্তা তার মুখ চেপে ধরে যেন কথা বলতে না পারে।

আবু হানিফ বলেন, সরকার মিথ্যা মামলায় বারবার বিন ইয়ামিনকে শোন এরেস্ট দেখাচ্ছে। তাকে কারাগারে যে যেভাবে রেখেছে এটা স্পষ্টত চরমভাবে মানবাধিকার লঙ্ঘন। এই সরকার আদালতকে ব্যবহার করে ভিন্নমত দমন করছে।

বিন ইয়ামীন মোল্লার আইনজীবী ও গণঅধিকার পরিষদ-জিওপি’র উচ্চতর পরিষদের সদস্য অ্যাড. নুরে এরশাদ সিদ্দিকী জানান, গত ৩রা আগস্ট হাতিরঝিল থানায় দায়েরকৃত মামলায় আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লাকে শোন এরেস্টের আবেদন শুনানির জন্য সকাল ১১টায় সিএমএম কোর্টে আনা হয়। অতঃপর আদালত পুলিশের শোন এরেস্টের আবেদন মঞ্জুর করেন এবং একইদিনে ৫ দিনের রিমান্ড শুনানির জন্য সংশ্লিষ্ট আদালতে শুনানির জন্য রাখেন।
বিন ইয়ামীন মোল্লার আইনজীবী ও গণঅধিকার পরিষদ-জিওপি’র উচ্চতর পরিষদের সদস্য অ্যাড. নুরে এরশাদ সিদ্দিকী জানান, বিকাল ৪টায় বিন ইয়ামীন মোল্লার রিমান্ড শুনানি হয়।

শুনানিতে আসামিপক্ষে বিশদ যুক্তি উপস্থাপন করা হয়। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানিকালে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ-জিওপি’র সহ-আইন সম্পাদক অ্যাড. হাবিবুর রহমান, অ্যাড. সোহেল রানা প্রমুখ।

 

উল্লেখ্য, বিন ইয়ামীন মোল্লার বিরুদ্ধে মোট ৭টি মামলা দায়ের করা হয়। ইতিমধ্যে ৩টি মামলায় জামিনে আছেন তিনি।