ঢাকারবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, আর ভয় দেখায় মির্জা ফখরুল : কাদের

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, আর ভয় দেখায় মির্জা ফখরুল। কী আশ্চর্য ঘটনা। মনে হয় আমেরিকা তাকে এজেন্সি দিয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) কেরানীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়। আর ভয় দেখায় মির্জা ফখরুল। আমেরিকা মনে হয় তাকে এজেন্সি দিয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কেউ এখন শোনে না।

তিনি বলেন, একাত্তরে নিষেধাজ্ঞা দিয়ে আমাদের থামাতে পারেননি। আজও আমাদের থামাতে পারবে না। আমরা কারও নিষেধাজ্ঞার পরোয়া করি না, আমরা পরোয়া করি আমাদের সংবিধানের। কোনো দেশের নিষেধাজ্ঞা আমরা মানি না, মানবো না।

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি খালেদার অসুস্থতার চেয়েও তাকে নিয়ে বেশি রাজনীতি করতে চেয়েছে। সেটাই তাদের উদ্দেশ্য।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির লোকেরা এখন আড়ালে বসে হুমকি দিচ্ছে। কি করবে? ঢাকা দখল করবে? আমরাও প্রস্তুত আছি কারা দখল করবে দেখা যাবে। ঢাকা দখল করবে লাল সবুজের পতাকা। আঘাত করলে পাল্টা আঘাত করা হবে। কোনো ছাড় হবে না।