ঢাকারবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়ক শান্ত

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডের বাংলাদেশ দলে এক ঝাঁক পরিবর্তন আনা হয়েছে। এই ম্যাচে অধিনায়ক হয়ে দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। এর আগে চোটের কারণে এশিয়া কাপের গ্রুপ পর্বের দুটি ম্যাচ খেলেই দেশে ফিরে এসেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডের জন্য রোববার ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শান্তসহ দলে ঢুকেছেন পাঁচজন। বাকিরা হলেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

 

প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দলের সাতজন নেই এবারের স্কোয়াডে। তারা হলেন লিটন দাস, তামিম ইকবাল, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও খালেদ আহমেদ।

তৃতীয় ওয়ানডের বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।