ঢাকাবৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পরীমণির বিরুদ্ধে মামলার প্রতিবেদন না দেওয়ায় তদন্ত কর্মকর্তাকে শোকজ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ৪, ২০২৩ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মামলা করেন জাতীয় পার্টির নেতা ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। সেই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করায় তদন্ত কর্মকর্তাকে শোকজ করেছেন আদালত। তাঁকে উপযুক্ত কারণ দর্শানোর জন্য ১০ কার্যদিবসের মধ্যে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে। 

বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম এ আদেশ দেন। এদিন মামলায় আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা না দেওয়ায় সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে শোকজ করেন বিচারক।

মামলাটির তদন্ত কর্মকর্তার নাম নথিতে যুক্ত না থাকায় সিআইডির সদরদপ্তর বরাবর কারণ দর্শানোর নোটিশটি পাঠানো হয়েছে। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নতুন করে ১১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।