ঢাকাসোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অভিযোগ গঠন ফখরুল-রিজভীর বিরুদ্ধে

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
সেপ্টেম্বর ৩, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর পল্টন মডেল থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। একই মামলায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আট জনের বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছেন আদালত।

ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত রোববার (৩ সেপ্টেম্বর) এ অভিযোগ গঠন করেন। আগামী ২০ সেপ্টেম্বর মামলার শুনানির দিন ধার্য করেছেন আদালত।

২০১২ সালের ৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে পল্টনের বিজয়নগর থেকে মাতুয়াইল যাওয়ার পথে ফখরুল ও রিজভীর নেতৃত্বে একদল বিএনপি নেতা-কর্মী আবর্জনা বোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন বলে মামলার এজহারে বলা হয়। এ ঘটনায় ফখরুল, রিজভীসহ ২০ জনের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করা হয়। তদন্ত শেষে ২০১৭ সালের ১৩ অক্টোবর ফখরুল, রিজভীসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

মামলার বাকি আসামিরা হলেন- জামায়াতে ইসলামী দক্ষিণ সিটির সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন বাবু, কাজী রেজাউল হক বাবু ও খন্দকার এনামুল হক এনাম।