চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে হল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভে নেতৃত্বদানকারীরা শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের অনুসারী বলে জানা গেছে।
বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে হলে নানামুখী সমস্যা চলছে। সমস্যার বিষয়ে বারবার হল কর্তৃপক্ষকে জানালেও কোনো সুরাহা মিলছে না। তাই তারা প্রাধ্যক্ষের পদত্যাগ চান। তবে প্রাধ্যক্ষের দাবি, কয়েকজন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার না করায় এই আন্দোলন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে হলের ফটকে তালা দেয়া হয়। এরপরে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে ২নং গেইট এলাকার সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এ সময় তারা হলের সামনে প্রধ্যক্ষের পদত্যাগ চেয়ে বারবার স্লোগান দিতে থাকেন।