ঢাকামঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এ রায় এক দফার আন্দোলন নস্যাৎ করতে : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
আগস্ট ২, ২০২৩ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির চলমান এক দফার আন্দোলন নস্যাৎ করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের এ সাজা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের যে জাগরণ সৃষ্টি হয়েছে তা বাধাগ্রস্ত করতে এ রায় দেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আসন্ন নির্বাচন ও রাজনীতির মাঠ থেকে প্রতিপক্ষকে দূরে রাখতে এ ফরমায়েশি রায় দেওয়া হয়েছে। বিচার বিভাগকে ব্যবহার করে নীলনকশা বাস্তবায়ন করছে সরকার। তারা ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়, রাজনীতিতে তারা কোনো প্রতিপক্ষ রাখতে চায় না। এজন্য ফরমায়েশি রায় দেওয়া হয়েছে।’

এসব করে জনগণের আন্দোলন দমানো যাবে না দাবি করে বিএনপি মহাসচিব আরও বলেন, এই রায় জনগণ প্রত্যাখ্যান করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।