বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পুলিশ এখন আর রাষ্ট্রীয় সংস্থা হিসেবে নেই। সংস্থাটি এখন আওয়ামী লীগের প্রাইভেট বাহিনীতে পরিণত হয়েছে।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার প্রতিবাদে এ সমাবেশ করা হয়।
রিজভী বলেন, একজন ৭৫ বয়সী বর্ষীয়ান রাজনীতিবিদকে রাস্তায় ফেলে পেটাচ্ছে। কারা পেটাচ্ছে? পুলিশের পোশাক পরা হয় যুবলীগ, না হয় স্বেচ্ছাসেবক লীগ আর না হয় ছাত্রলীগের কেউ। অথচ সেখানে পুলিশের কর্মকর্তারা দাঁড়িয়েছিলেন, তারা তাকে রক্ষা করলেন না।
তিনি বলেন, প্রতিটা আঘাতের প্রত্যুত্তর দেওয়া হবে। আমাদের নেতাকর্মীদের ওপর এই অন্যায় আঘাত বৃথা যাবে না। আমরা শান্তিতে বিশ্বাস করি। গণতন্ত্রে শান্তির যে জায়গা সেটা বিশ্বাস করি। কিন্তু আঘাতে আঘাতে আমাদের ক্ষতবিক্ষত করলে পাল্টা আঘাতও করতে জানি আমরা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগ মনে করে তারা ছাড়া বাংলাদেশে আর কেউ কথা বলতে পারবে না। তারা নিজেদের প্রভু ও দেশের মালিক মনে করে। তারা মনে করে জনগণ যেন কেউ না।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক, সাবেক সভাপতি দেওয়ান সালাউদ্দিন বাবু, বিএনপির প্রান্তিক বিষয়ক সম্পাদক অপর্ণা রায় চৌধুরী, কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রমুখ।