ঢাকামঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শনিবার যুবলীগের রাজধানীর সব প্রবেশমুখে সমাবেশ

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
জুলাই ২৮, ২০২৩ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর প্রবেশমুখগুলোতে শনিবার শান্তি সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। এদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে সংগঠনটি।

শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমানের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আব্দুল্লাহপুর, গাবতলী,  টঙ্গী ব্রীজ, আমিনবাজার, বাবুবাজার, সাইনবোর্ড, কাঁচপুর ব্রীজ, শনিরআখড়া ও ধোলাইপাড়ে শান্তি সমাবেশ করবে যুবলীগ।

যুবলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা, গুম, ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকির প্রতিবাদে শনিবার যুবলীগ শান্তি সমাবেশ করবে।

এর আগে নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশে শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোয় অবস্থান কর্মসূচি ঘোষণা করে। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করার কথা জানিয়েছে বিএনপি।